| 24 November, 2020

                                               অফিসের বর্ণনা


সিএএফ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সৃষ্টির তারিখ ০১/০৭/২০০২খ্রি:। সিএএফ,পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কতৃক মন্ত্রণালয়সহ সমবায় বিভাগ এর অধীনস্থ সকল বিভাগ, দপ্তর, অধিদপ্তর,পরিদপ্তর এবং প্রকল্পসমূহের আয়-ব্যয়ের হিসাব প্রণয়ন, সংরক্ষণ ও বিল পাশের কাজ করে থাকে। এছাড়া এ মন্ত্রণালয়ের এবং এর অধীনস্থ অফিসসমূহে কর্মরত কর্মকতা/কর্মচারীগণের যাবতীয় বেতন বিল/ জিপিএফ বিল ,সকল ধরণের ঋণ ও অগ্রিম বিল পরিশোধ করা হয়ে থাকে। সিএএওফ কার্যালয় কর্তৃক পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের বার্ষিক উপযোজন হিসাব সংরক্ষণ, সংশোধনবিয়োজন ও অনুমোদনের জন্য মন্ত্রণালয়ের মূখ্য হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী সচিব মহোদয় এর নিকট উপস্থাপন করা হয়ে থাকে। সচিব মহোদয় কর্তৃক উক্ত হিসাব গৃহীত হওয়ার পর তা ভেটিং এর জন্য স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরে প্রেরণ করা হয়ে থাকে।


সিএএফ কার্যালয়ের কার্যক্রম সূচারুভাবে সম্পন্নের জন্য ২০০২ সালে অফিস সৃষ্টির সময় এ কার্যালয়ে ০১ জন প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, ০১ জন অডিট এন্ড একাউন্টস্ অফিসার, ০২ জন সুপার. ০৯ জন অডিটর, ০৩ জন জু: অডিটর, ২ জন মুদ্রাক্ষরিক/কম্পিউটার অপারেটর, ০১ জন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ও ০৩ জন অফিস সহায়কসহ সর্বমোট ২১ জন কর্মকর্তা/কর্মচারীর পদ সৃষ্টি করা হয়। সিএএওফ/পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয়টি ঢাকার সেগুনবাগিচাস্থ হিসাব ভবনের ৫ম তলায় ৫৫২,৫৫৪ ও ৫৫৬ নং কক্ষে অবস্থিত।